ইন্টেরিয়র ডিজাইন ও ডেকোরেশন নিয়ে কিছু তথ্য
Hi, আমি অতনু বোস, আমি একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনার। আমি ইন্টেরিয়র ডিজাইন ও ডেকোরেশন নিয়ে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। যেহেতু আমি বাঙালি ও পশ্চিমবঙ্গেই আমার প্রতিষ্ঠান, তাই বাঙলাতেই কিছু তথ্য রাখলাম।
এখনো বেশ কিছু গ্রাহক ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে সঠিক ধারণায় আসতে পারেননি বা মিস্ গাইডের শিকার হচ্ছেন। ফলে ইন্টেরিয়র ডিজাইন বা ডিজাইনার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে আসছেন।
ইন্টেরিয়র ডিজাইন শুধুমাত্র মনগড়া ভালো লাগার মতো ডিজাইনই নয়, গ্রাহকদের শুধুমাত্র পচ্ছন্দমত কাজ করে দেওয়াটাই একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনারের কাজ হতে পারে না। অবশ্যই গ্রাহকদের চয়েস থাকবে, কিন্তু সিদ্ধান্ত একজন প্রফেশনাল ডিজাইনারকেই নিতে দিন। কারণ আপনার বাড়ি বা অফিস ইত্যাদি কেমন দেখতে হবে, সেটা আমাদের মতো একজন শিল্পী বা ডিজাইনারের চিন্তাভাবনা দিয়েই দেখতে পাবেন। আপনাদের ঘরটা ডেকোরেশনের পর ঠিক কেমন দেখতে হবে সেটা আগে থেকেই আমরা imagine করাতে পারি। আপনাদের ঘরের জন্য নির্দিষ্ট বাজেটে সঠিক ডিজাইন বা ডেকোরেশন আমরাই করতে পারি।
ইন্টেরিয়র ডিজাইন বা ডেকোরেশন পুরোটাই টেকনিক্যাল ডিজাইনের উপর ভিত্তি করে বানানো উচিত, সঠিক মেজারমেন্ট বা সাইজ একজন এডুকেটেড/অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনারই বলতে পারবে। সঠিক লাইটিং, সঠিক জায়গায় সঠিক রং নির্বাচন এ সবই কিছুর জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনারের দরকার হয়।
মানুষের মানসিক চাপ সারাদিন কেমন থাকবে , সেটা অনেকটাই ডিপেন্ড করে বেডরুমের রং কি হওয়া উচিত বা লাইটিং কেমন হওয়া উচিত তার উপর। কারণ সাইকোলজি এখানে খুব ভালো কাজ করে।
এবার বলি কিভাবে আমরা কাজ করি, বা আনপ্রফেশনালদের থেকে কি ভাবে বাঁচবেন:
প্রথমতঃ আমরা আপনাদের সাইটটি ভিজিট করি, সেখানে গ্রাহকদের সাথে কথা বলে ওনাদের পছন্দ, বাজেট ও requirement জানার চেষ্টা করি। তার সাথে রুমের মেজারমেন্ট নিয়ে থাকি।
এরপর আমরা furniture layout দিয়ে থাকি, সেটাতে কিছু চেঞ্জ থাকলে চেঞ্জ করা হয়, তারপর গ্রাহক সেটা agree করলে আমরা quotation provide করে থাকি। Quotation ও গ্রাহকের বাজেট ম্যাচ করলে তবেই আমরা 3d design দিয়ে থাকি।
সেখানেও গ্রাহক agree করলে তবেই ফাইনালি কাজ শুরু হয়।
অনেক গ্রাহক আছেন, যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেই স্কয়ার ফিট অনুযায়ী রেট সম্পর্কে জানতে চান। কারণ তারা আগে থেকেই মিস গাইড হয়ে আছেন। আমরা তাদের এটাই বলে থাকি যে, এরকম ভাবে স্কয়ার ফিটের রেট ধরে কোথাও ডেকোরেশন হয় না। এটা কোনো রেডিমেড ফার্নিচারের দোকান নয়।
একটা বেড রুম ধরে যদি বলি, একটা বেডরুমের সাইজ কি আছে, bed’এর সাইজ কি হবে, কতগুলো wardrobe থাকবে, study table, book shelves, tv unit, dressing table থাকবে কিনা, paneling etc. আরো অনেক কিছু। কি ডিজাইনের হবে, কি কি মেটিরিয়াল ব্যবহার করা হবে, এই সমস্ত বিষয় আলোচনা না করে স্কয়ার ফিটে রেট জানতে চাওয়া জাস্ট বোকামি, এই সুযোগগুলোই অসাধু ব্যবসায়ীরা নিয়ে নেয়।
গ্রাহকরা ইন্টেরিয়র ডিজাইন ও ডেকোরেশন সম্পর্কে সঠিক জ্ঞান ও বাজেট সম্পর্কে সঠিক ধারণা না রাখার ফলে আনপ্রফেশনালদের ফাঁদে পা দিয়ে ফেলছেন, এবং বাজেটের চক্করে পড়ে কাজের প্রতি satisfaction তো দূরের কথা পুরো পুঁজিটাই নষ্ট করে ফেলছেন।
আনপ্রফেশনাল কাদের বললাম,সেটা এবার বুঝতে হবে।
বাজারে এখন যারা আমাদের আন্ডারে কাজ করে, যেমন কন্ট্রাক্টর, সমস্ত লেবার ইত্যাদি। ধরুন গ্রাহক কোনো এক পরিচিত কন্ট্রাক্টর বা ফার্নিচার মিস্ত্রীকে বললেন আমি ইন্টেরিয়র ডেকোরেশন করাতে চাই, সঙ্গে সঙ্গে উনি বলে উঠবেন হ্যাঁ স্যার আমরা তো এই কাজই করি। তারা কিন্তু কোনো ইন্টেরিয়র ডিজাইনার নন,নাই তাদের কোনো theoretical জ্ঞান আছে, এরা গ্রাহক বুঝে বলছে আমরা এইসব কাজ করি, চলুন আমরা আপনাদের কাজ দেখাচ্ছি, এই বলে কাজটা পাওয়ার চেষ্টা করে, ইন্টারনেট থেকে ডিজাইন পচ্ছন্দ করিয়ে নিলেন, বাইরে থেকে রঙ মিস্ত্রী ধরে নিয়ে এলো, false ceiling মিস্ত্রী ধরে এনে কাজ করতে থাকলো। নিজের কাজটা হলেই টাকা নিয়ে কেটে পড়লো।
তারপর বলি ডেকোরেশন এরকম ভাবে হয় না। ডেকোরেশন হল সবকিছুর সাথে সবকিছুর ম্যাচ করানো। থিম বলতে পারেন। False ceiling এর সাথে electric, তেমন furniture এর সাথে electric, furniture এর color কেমন হবে, তার সঙ্গে wall color, সবগুলো একটার সাথে চেন সিস্টেম। সঠিক measurement, size এগুলো কিছুই নির্বাচন করা কোনো লেবার বা কন্ট্রাক্টরের পক্ষে সম্ভব নয়। আবার বলছি যারা কাজ করায়, আর যারা কাজ করে, দুটো আলাদা। লেবাররা শুধু মাত্র কাজ করতে জানে, আমরা যেমনটা বলি, শুধু ঠিক তেমনটাই করে। এদের থেকে পরবর্তী কালে কোনো রকম সার্ভিস আশা করবেন না।
ইন্টারনেট থেকে ডিজাইন নিয়ে আপনার ঘরে apply করতেও একজন experienced ডিজাইনারের দরকার হয়। কারণ, ইন্টারনেটের ডিজাইনটি আপনার ঘরের আয়তন অনুযায়ী সঠিক সাইজে apply করা যাবে কিনা, সঠিক ফিনিশ আসবে কিনা সেটার অভিজ্ঞতা সরাসরি লেবারদের থাকে না। এরকম বেমানান ফার্নিচার ও ডেকোরেশন স্যোশাল মিডিয়া খুললেই দেখা যায়, নীল লাল আলো লাগানো বেডরুম, প্রজাপতি ফলস সিলিং, লাভ চিহ্ন সিলিং এসব কোনো ডেকোরেশন নয়। লালু ভুলুর পান বিড়ির দোকান, রেস্টুরেন্ট, হোটেলে যেমন দেখা যায়, ঠিক তেমনটাই হয়ে যাবে আপনার স্বপ্নের বাড়িটি।
গ্রাহকদের এইসব ভুল ও সেই ভুলের সুযোগ নেওয়া কিছু অসাধু ব্যাবসায়ীদের জন্য আজ এই প্রফেশনটি কিছুটা হলেও কালিমালিপ্ত। ফলে যে সমস্ত গ্রাহক এদের কাজ দিয়ে ঠকেছেন তারা ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন। কিন্তু আদৌও সেটা নয়। সেটা হলে ইন্টেরিয়র ডিজাইন ও ডেকোরেশন ইন্ডাস্ট্রি এতো বড় হতো না।
আমরা দেখেছি, ভুল জায়গায় কাজ দিয়ে, নয় কন্ট্রাক্টর মাঝপথে কাজ ছেড়ে চলে গেছে, নয় মাঝপথে কাজ গ্রাহকের পছন্দ হচ্ছে না, ফলে সেখান থেকে বেরিয়ে আসা গ্রাহকদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। কম খরচের আশা দেখিয়ে এরা কাজ তো নিয়ে নেবে, কিন্তু কাজের শেষে টোটাল হিসাব করলে দেখা যাবে একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনারের দেওয়া quotation এর থেকে অনেক বেশি খরচ করে ফেলেছেন অথচ satisfaction নেই।
রোগ হলে যেমন সঠিক ডাক্তারের কাছে যেতে হয়, YouTube, internet বা হাতুড়ে ডাক্তারের কাছে রোগ সারে না, ঠিক তেমন সঠিক কাজ পেতে গেলে সঠিক জায়গায় যেতে হয়।
এবার আমার ব্যাপারে বলি, আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার, আমাকে এর উপর যথেষ্ট পড়াশোনা করতে হয়েছে। Theory ছাড়া যেমন practical হয় না। তেমন শুধুমাত্র practical নলেজকেও অসম্পূর্ণই ধরা হয়। শুধু মাত্র ব্যাবসা করবার জন্য আমি এই প্রফেশনটিতে আসিনি, আমি আবার বলছি, আমি একজন আর্টিস্ট বা ডিজাইনার। আমার ডিজাইন অনুযায়ী প্রাকটিক্যাল কাজটাকে যদি 100% দিতে পারি, সেটাই আমার Success, সেটাই আমার Portfolio, সেটাই আমার library, সেটাই আমার কম্পানির Assets । একজন ডিজাইনার হিসাবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। কাজ ভালো করলে, সেখান থেকে আরো reference পাবো, এটাই মনে করি। যেকোনো প্রজেক্টে আমি আমার নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করি, অবশ্যই গ্রাহকদের পূর্ণ সহযোগিতা দরকার হয়। গ্রাহক ও ডিজাইনার বা ডেকোরেটরস-দের মধ্যে ভালো understanding ও trust রাখাটা একান্ত আবশ্যক। আপাতত এই পর্যন্তই, পরে আবার আরো কিছু শেয়ার করবো।
ধন্যবাদ ||